ঢাকাশুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

রোববার, ১১ জুন ২০১৭ , ০৯:৩২ এএম


loading/img

প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ ফের শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 
শনিবার রাত ১১টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার সকাল ছয়টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হলে সিলেটে সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, বাতাসে লাউয়াছড়া উদ্যানে রেললাইনের ওপর একটি গাছ উপড়ে পড়ে। শনিবার রাতে আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় গাছে ধাক্কা লেগে ইঞ্জিনসহ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |